বিনোদন

কৌশিকীর কথা শুনে বিচলিত হয়ে পড়ল জ্যাস! কিন্তু কেন?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে নতুন মোড় নিয়েছে গল্প। মল্লিকাদেবীর কেস নিয়ে জগদ্ধাত্রীকে কৌশিকী কিছু জানাতে চায়। সে মনে করে, মল্লিকাদেবীর মৃত্যুর পেছনে রাজনাথের হাত রয়েছে। কিন্তু সে এই কথা জগদ্ধাত্রীকে সরাসরি বলতে পারছে না। সে মনে করে, জগদ্ধাত্রী রাজনাথের কথায় বিশ্বাস করবে না। তাই সে এই কথা অন্যভাবে জগদ্ধাত্রীকে জানাতে চায়।

কৌশিকী মনে করে, মল্লিকাদেবীর মৃত্যুর সাথে জালচক্রের গাড়িগুলোর সম্পর্ক রয়েছে। সে মনে করে, রাজনাথ এই গাড়িগুলোর ব্যাপারে কিছু জানে। তাই সে জগদ্ধাত্রীকে এই গাড়িগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে চায়। সে মনে করে, এই গাড়িগুলোর ব্যাপারে জানলে সে মল্লিকাদেবীর মৃত্যুর রহস্যের সমাধান করতে পারবে।

জগদ্ধাত্রীও মনে করে, মল্লিকাদেবীর মৃত্যুর পেছনে রাজনাথের হাত রয়েছে। কিন্তু সে এই কথা প্রমাণ করতে চায়। তাই সে কৌশিকীকে এই গাড়িগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে। সে মনে করে, কৌশিকী এই গাড়িগুলোর ব্যাপারে কিছু জানতে পারে।

আসন্ন পর্বগুলোতে দেখা যাবে, জগদ্ধাত্রী কৌশিকীকে এই গাড়িগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে। কৌশিকী কি জগদ্ধাত্রীকে এই গাড়িগুলোর ব্যাপারে সত্যি কথা বলবে? নাকি সে জগদ্ধাত্রীকে মিথ্যা বলবে? এই রহস্যের উত্তর জানতে হলে আপনাদেরকে ধারাবাহিক দেখতে হবে।

Related Articles