বিনোদন
কৌশিকির ওপর কোনো হামলা হলে ঢাল হয়ে দাঁড়াবে সে! জানালো জ্যাস

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে চলছে রহস্যের খেলা। কৌশিকীর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তদন্তে নেমেছে জগদ্ধাত্রী।
কৌশিকীকে কে হত্যা করেছে তা জানতে জগদ্ধাত্রী তার ডিপার্টমেন্টে বাঁকাকে জেরা করে।
মায়ের মৃত্যুর পর কাকনকে বুঝিয়ে দিচ্ছে কৌশিকী তার সমস্ত ফাইলপত্র কোথায় আছে। কাকন মায়ের জন্য কাঁদতে থাকে, তখন কৌশিকী তাকে কাঁদতে মানা করে। কাকন কি পারবে মায়ের কথা মত ফাইল নিতে?