বিনোদন

কেন নিজেকেই শুট করতে বলল জগদ্ধাত্রী? জ্যাসের কথা কি শুনবে স্বয়ম্ভু?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-র আজকের পর্বে আমরা দেখতে পাই যে, স্বয়ম্ভু এবং তার টিম জগদ্ধাত্রী এবং কৌশিকের নির্দেশ অনুসারে মুখার্জি পরিবারে পৌঁছে যায়। সেখানে সকলের ঘর তল্লাশি করা হয়। তল্লাশি করা হচ্ছে বলে রাজনাথ স্বয়ম্ভুকে এক চড় মারে।

অন্যদিকে, জগদ্ধাত্রী কৌশিকীকে কে গুলি করে মারতে চেয়েছে সেই কেসের সল্ভ করতে গিয়েই যখন সে ফাইল দেখছিল সেখান থেকেই বেরিয়ে এলো এক গুরুত্বপূর্ণ তদন্ত।

জগদ্ধাত্রী তার তদন্তের বেশ কিনারায় পৌঁছে এসেছে। তৃতীয় ব্যক্তিটিকে জগদ্ধাত্রী খুঁজে পেয়েছে। তাকেই জ্যাস নিজে গুলি করতে বলল তার ওপর।

এই ঘটনায় জগদ্ধাত্রী হতবাক। সে বুঝতে পারছে না কেন জ্যাস এমন করল। জ্যাস কি আসলেই অপরাধী? নাকি তার পেছনে অন্য কোনো রহস্য আছে?

এই প্রশ্নের উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য।

Related Articles