বিনোদন

কেন এখনো বিয়ে করেননি বিজয়-তমন্না? বিয়েতে আসল বাঁধা কোথায় জানা গেল এবার

 

বলিউডের জনপ্রিয় জুটি বিজয় বর্মা ও তমন্না ভাটিয়ার বিয়ে নিয়ে জল্পনা এখনও থামেনি। গত বছর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, চলতি বছরে কয়েক মাস আগেই নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তাঁরা। কিন্তু বিয়ে নিয়ে এখনও কিছুই নিশ্চিত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানান, তাঁর কোনও মহিলা অনুরাগীই চান না যে, তিনি বিয়ে করে সংসার পাতি। তাঁর মাও তাঁকে বিয়ে নিয়ে চাপ দেন। তাই তিনি এখনও বিয়ে করতে চান না।

অন্যদিকে, তমন্নার পরিবারের তরফে নাকি বিজয়কে বিয়ে করতে চাপ দেওয়া হচ্ছে। তমন্না নিজেও বিয়ে করতে প্রস্তুত। কিন্তু বিজয়ের অবস্থানের কারণে বিয়েতে বাধা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বিজয় ও তমন্না দুজনেই এখন ব্যস্ত চলচ্চিত্রের কাজ নিয়ে। আগামী বছর সম্ভবত তাঁদের বিয়ে হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে তা কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।

বিজয় বলেন, ‘‘আমার কোনও মহিলা অনুরাগীই চান না যে, আমি বিয়ে করে সংসার পাতি। আমার মাও তো কবে থেকে আমাকে এই প্রশ্ন করেই চলেছেন। আমি মাকেই কিছু উত্তর দিতে পারছি না, অন্য কাউকে আর কী উত্তর দেব! আমি এখনও ক্যারিয়ারের শুরুতেই আছি। আমি আরও অনেক কিছু করতে চাই। তাই এখন বিয়ে আমার জন্য ঠিক নয়।’’

Related Articles