বিনোদন

কাশ্মীরে রোমান্টিক নাচের ভিডিও পোস্ট করলেন গীতশ্রী রায়, সঙ্গী প্রবীর!

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায় সম্প্রতি কাশ্মীর ভ্রমণে গিয়েছেন। সেখানে তিনি তাঁর প্রেমিক প্রবীর দাসের সঙ্গে কালো শিফন শাড়ি পরে রোমান্টিক গানে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, “অবশেষে করতে পারলাম। পাহাড় আর শিফন শাড়ি। প্রবীরের হাতে হাত রেখে কাশ্মীরের পাহাড়ে এ ভাবে যে আমাদের প্রেমকাহিনি ফ্রেমবন্দি হবে ভাবতে পারিনি। ধন্যবাদ বন্ধুদের। এক দিনের জন্য চিত্রগ্রাহক হওয়ার জন্য।”

ভিডিওতে দেখা যাচ্ছে, গীতশ্রী এবং প্রবীর দাস কাশ্মীরের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। গীতশ্রী কালো শিফন শাড়ি পরে আছেন। তাঁর হাতে রয়েছে একটি লাল গোলাপ। তাঁর হাতে হাত রেখে প্রবীর দাসও তাঁকে দেখাচ্ছেন। দুজনেই খুব খুশি এবং রোমান্টিক মুডে আছেন।

গীতশ্রী রায় এবং প্রবীর দাসের প্রেমকাহিনী বেশ জনপ্রিয়। তাঁরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করেন। গীতশ্রী রায়ের এই ভিডিওটিও দ্রুত ভাইরাল হয়ে গেছে।

গীতশ্রী রায় সম্প্রতি তাঁর অভিনীত সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শেষ করেছেন। বর্তমানে তিনি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Related Articles