কবে প্রেমিক শিখরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন জাহ্নবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিয়ের জল্পনা উঠেছে। সম্প্রতি তাকে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা গেছে। এই মন্দিরে বিয়ের আগে অনেক বলিউড তারকা পুজো দেন। তাই জাহ্নবীর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
জাহ্নবী এবং শিখর দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত। বলিউডে অভিষেকের আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর তাদের সম্পর্ক ভেঙে যায়। তবে সম্প্রতি আবার তাদের সম্পর্ক জোড়া লাগে।
জাহ্নবীর ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তরা বেশ উৎসাহী। প্রথম ছবিতে অভিনয় করার পরেই তার নাম জড়িয়েছিল অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে। তবে শিখরের সঙ্গে প্রেমের পর থেকে ঈশানের সঙ্গে তার সম্পর্ক আর নেই।জাহ্নবী এবং শিখর এখনও পর্যন্ত তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে কিছু জানাননি। তবে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে বিয়ের অপেক্ষা বাড়ছে।