ও আমার তারিফই কোনদিন করেনি, তোমার তারিফ কী করবে! সুহানাকে কার সম্বন্ধে এমন কথা বললেন শাহরুখ?

বলিউডের কিং খান শাহরুখ খানের কন্যা সুহানা খান আগামী ৭ ডিসেম্বর জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’ সিরিজ়ের মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন। এই সিরিজ়ে সুহানা একজন অভিজাত পরিবারের মেয়ে আনাস্তাসিয়া কাপুর চরিত্রে অভিনয় করছেন।
সিরিজ়ের জন্য স্কেটিং, ব্যালের মতো কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে সুহানাকে। শুটিংয়ের আগে মেয়ের মহড়ার সময় নাকি সেখানে উপস্থিত ছিলেন খোদ শাহরুখ। তাতেই নাকি নালিশের বহর বেড়ে গিয়েছিল সুহানার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন নৃত্য প্রশিক্ষক গণেশ হেগড়ে। তিনি বলেন, ‘‘সুহানা ও তাঁর সহঅভিনেতারা যখন ‘দি আর্চিজ়’-এর জন্য স্কেটিংয়ের মহড়া দিচ্ছেন, তখন সেখানে এসেছিলেন শাহরুখ। তিনি চোখের সামনে ভাল কিছু দেখলেই খুব উৎসাহ দেন। আমরা যখন মহড়ার মাঝে বিরতি নিয়েছি, তখন তিনি এসে আমাকে বলেন, সুহানা নাকি তাঁকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না। তার পর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন, ‘গণেশ কোনও দিন আমার প্রশংসা করেননি, তোমার কী করে করবেন!’’
সুহানাও সম্ভবত একই কারণে গণেশের প্রশংসা না পেয়ে হতাশ হয়েছিলেন। তবে শাহরুখের কথায় বোঝা যায় যে, তিনি একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে জানেন যে, প্রশিক্ষণের সময় কঠোর সমালোচনা প্রয়োজন। তাই তিনি মেয়েকেও সেই শিক্ষা দিয়েছেন।