বিনোদন

এ কি করল কৌশিকি! জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন মোড়

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নতুন মোড় এসেছে। ধারাবাহিকের মুখ্য চরিত্র জগদ্ধাত্রীর বেঁচে থাকা নিয়ে সকলের মনে সন্দেহ দেখা দিয়েছে। জগদ্ধাত্রীর বন্ধু এবং সহকর্মী সাধুদা ও কৌশিকী ধারাবাহিকের শেষ পর্বে জগদ্ধাত্রীকে মৃত দেখেছে। কিন্তু পরবর্তী পর্বে জগদ্ধাত্রীর উপস্থিতি দেখে তারা চমকে গেছে।

জগদ্ধাত্রীর বেঁচে থাকা নিয়ে সকলেই অবাক হলেও, তার সত্যিকারের পরিচয় গোপন রয়েছে। জগদ্ধাত্রী আসলে একজন গোয়েন্দা। তিনি কৌশিকীর জামাই রাজনাথ মুখার্জির বিরুদ্ধে একটি মামলা তদন্ত করছেন।

ধারাবাহিকের সর্বশেষ পর্বে জগদ্ধাত্রী জানতে পারে যে, দেবুদা কৌশিকীর ফাইল চুরি করেছে। দেবুদা তার বছরের টাকা বাড়ানোর জন্য এই কাজ করেছে।

এদিকে, রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ম্ভুরকে মেনে নিতে পারছে না। স্বয়ম্ভুরও তার বাবাকে পেতে চায়। এই বিষয়ে সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা লেগে যায়। সাধুদা কৌশিকীকে জানায় যে, স্বয়ম্ভুরই এই কেসটা দেখছে এবং রাজনাথ মুখার্জিকে গ্রেফতার করবে। কিন্তু কৌশিকী বলে যে, রাজনাথ মুখার্জির গায়ে যেন কোনরকম আঘাত না লাগে।

ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে জগদ্ধাত্রীর আসল পরিচয় প্রকাশ পাবে কিনা, তা দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে।

Related Articles