বিনোদন

এবার মেহেন্দিকে উচিত শিক্ষা দেবে জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে চলছে রোমাঞ্চকর টুইস্ট। কৌশিকী বারবার অনুভব করছেন যে তার উপর আবারো হামলা হতে পারে। এই খবর পেয়ে জগদ্ধাত্রী সতর্ক করে দিয়েছে স্বয়ম্ভুকে যেন কেউ তার বড়দি কৌশিকীর উপরে হামলা করতে না পারে।

জগদ্ধাত্রী এখনো গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, কেউ জানে না সে বেঁচে আছে। লুকিয়ে থেকেই সে কৌশিকীর উপর হামলার তদন্ত চালাচ্ছে। তদন্তে উঠে এসেছে উৎসবের নাম।

কৌশিকীকে গুলি করা দুষ্কৃতীদের ধরার জন্য স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী একসাথে কাজ করছে। এরই মধ্যে রাজনাথ আবার নিজের ক্ষমতা দেখাতে শুরু করেছে। কিন্তু কৌশিকীর রহস্যের সমাধান করতে এগিয়ে এসেছে তার এক পুরনো সহকর্মী।

Related Articles