এবার আর কাউকে ছাড়বে না জগদ্ধাত্রী, ঠিক করেই নিয়েছে সে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত কয়েক পর্বে বেশ উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। দিবিয়া সেনকে ধরার পর কৌশিকী জানতে পারে যে, উৎসবই সবকিছুর জন্য দায়ী। উৎসব চেয়েছিল কৌশিকীকে সরিয়ে সেই সিংহাসনে বসতে। কিন্তু দিবিয়াকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর কৌশিকী দেখে যে, কাকন নেই।
উৎসবকে জগদ্ধাত্রী নিয়ে এসে তার সামনে নিউজ পেপার দেখায়। সেখানে লেখা আছে যে, দিবিয়া সেন উৎসবের নাম করে কাঁকনকে কিডন্যাপ করেছে। উৎসব এতে খুবই হতাশ হয় এবং জগদ্ধাত্রীকে বলে যে, সে আর কিছু বলবে না।
এদিকে, কৌশিকী বরদি হওয়ায় সামনেই গরিমার বিয়ে। কৌশিকী চায়, এই উৎসবের সময় উৎসব এবং মেহেন্দিকে আনতে। কিন্তু জগদ্ধাত্রী জানায় যে, উৎসব এখন খুব বিপদে রয়েছে। তাকে কোথাও নিয়ে যাওয়া খুবই মুশকিল।
তাহলে কি কৌশিকী উৎসব এবং মেহেন্দিকে ক্ষমা করবে? নাকি তার ক্ষোভের আগুনে তাদের পুড়িয়ে দেবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।