বিনোদন

এক বছরে ৪২ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করেছেন এই ব্যক্তি! বিশেষ সম্মান দিতে চায় Swiggy

 

মুম্বইয়ের এক ব্যক্তির বিরিয়ানির নেশা এমন যে, তিনি সারা বছরে একাই ৪২.৩ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করেছেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি তাদের বার্ষিক সমীক্ষা ‘হাউ ইন্ডিয়া সুইগিস’-এ এই তথ্য প্রকাশ করেছে। সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে সুইগি থেকে সবচেয়ে বেশি অর্ডার করা খাবার ছিল বিরিয়ানি। এর পরেই ছিল চা, পিৎজা এবং ফ্রাইড রাইস।

মুম্বইয়ের সেই ব্যক্তির বিরিয়ানির নেশা এতটাই বেশি যে, তিনি প্রতিদিন দুপুরে এবং রাতে বিরিয়ানি অর্ডার করতেন। তিনি বিভিন্ন রেস্তোরাঁ থেকে বিভিন্ন ধরনের বিরিয়ানি অর্ডার করতেন। এর মধ্যে হায়দ্রাবাদী বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, মোগলাই বিরিয়ানি এবং মিক্স বিরিয়ানি ছিল তার পছন্দের তালিকায়।

এই ব্যক্তির বিরিয়ানির নেশা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে ‘বিরিয়ানি প্রেমিক’ বলেছেন, কেউ কেউ তাকে ‘বিরিয়ানি পাগল’ বলেছেন। তবে সবাই একমত যে, এই ব্যক্তির বিরিয়ানির প্রতি ভালোবাসা সত্যিই অবাক করার মতো।

Related Articles