এক বছরের যাত্রা শেষ করে বন্ধ হচ্ছে রাঙা বউ ধারাবাহিক!

২০২২ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’ শেষ হচ্ছে। ৯ ডিসেম্বর অর্থাৎ শনিবার হবে এই ধারাবাহিকটির শেষ দিনের শুটিং।
এই সিরিয়ালে কুশ এবং পাখির প্রেমকাহিনী দেখানো হয়েছে। গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাস এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। শুরুর দিকে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো অবস্থান করছিল। কিন্তু দুর্গাপুজোর পর থেকে ধারাবাহিকটির টিআরপি কমতে শুরু করে। গত দু’সপ্তাহে প্রথম দশে দেখা যায়নি এই ধারাবাহিক।
ইদানীং বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলির মেয়াদ খুব বেশি দীর্ঘ হচ্ছে না। অনেক সিরিয়াল তো মাত্র তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ‘রাঙা বউ’ও তার ব্যতিক্রম নয়। এই সিরিয়ালের শেষ হওয়ার খবরে দর্শকরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, এই সিরিয়ালের গল্প আরও এগিয়ে যেতে পারত। তবে শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থার সিদ্ধান্তকে মেনে নিতে হয়েছে দর্শকদের।