বিনোদন
এই ভ্যালেন্টাইন্স ডে কার সঙ্গে কাটাবেন সৌমিতৃষা? নিজেই জানালেন অভিনেত্রী!

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’-এর অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানে এসে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন।
সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদে সৌমিতৃষা প্রথমবারের মতো স্বীকার করেছেন যে তার প্রেমিক আসলে ‘জি বাংলা’ চ্যানেল।
ভ্যালেন্টাইন্স ডে-তে ‘জি বাংলা’ কর্তৃপক্ষ তাকে পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন এবং খোলা আকাশের নীচে দুধ সাদা বাথটবে গোলাপের পাপড়ি ছড়িয়ে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। সৌমিতৃষা জানিয়েছেন যে, তার শখ ‘জি বাংলা’ পূরণ করেছে, তাই সে এই চ্যানেলের প্রেমেই মত্ত।
এর আগে, সৌমিতৃষার নাম তার সহ-অভিনেতা আদৃত রায়, রিয়াজ লস্কর এবং শুভ্রজিৎ সাহার সাথে জড়িয়েছে। কিন্তু সৌমিতৃষা কখনোই প্রেম নিয়ে মুখ খোলেননি।