বিনোদন
আসল অপরাধী কি তবে ছাড়া পেয়ে যাবে? তাকে ধরতে ব্যর্থ হবে জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর খুব একটা বাকি নেই। এদিকে, প্রীতি উৎসবের অতিরিক্ত খরচের কারণ জানতে চায়। মেহেন্দি প্রীতিকে বকাঝকা করে।
স্বয়ম্ভু সরাসরি রাজনাথকে জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রীকে হত্যার চেষ্টা করেছিল। রাজনাথ ক্ষিপ্ত হয়ে অস্বীকার করে এবং টাকা দিয়ে খুনি পাঠানোর অভিযোগ অস্বীকার করে।
জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কে গুলি করেছে তা বের করার চেষ্টা করছে। কিন্তু ছবি দেখেও জগদ্ধাত্রী বুঝতে পারছে না আসলে কে গুলি চালিয়েছে।