বিনোদন

আসল অপরাধীর কাছে পৌঁছাতে পারলো জগদ্ধাত্রী?

 

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে, মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর খুব একটা দূরত্ব বাকি নেই। ঠিক তখনই প্রীতি জানতে চায় উৎসব কেন এত টাকা খরচ করছে। মেহেন্দি তখন প্রীতিকে বলে যে এত কথা তাকে মানায় না।

অন্যদিকে, স্বয়ম্ভু রাজনাথকে সরাসরি জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে গিয়েছিল। এই কথা শুনে রাজনাথ রাগান্বিত হয়ে জানায় যে সে কখনোই টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য লোক পাঠায়নি।

জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু গুলি চালানোর ঘটনার তদন্ত করছে। কিন্তু ছবি দেখার পরেও জগদ্ধাত্রী বুঝতে পারছে না আসলে কে তাকে গুলি করেছে।

Related Articles