বিনোদন

আসল অপরাধীকে ধরতে আবার একসঙ্গে এলো জগদ্ধাত্রী এবং কৌশিকি!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে এবার নতুন মোড়। কৌশিকীকে মারার রহস্য ভেদ করতে জগদ্ধাত্রী এবং কৌশিকী একসাথে কাজ করতে চান।

জগদ্ধাত্রী কৌশিকির ডিপার্টমেন্টে বাঁকাকে জেরা করেন। বাঁকা প্রথমে কিছু না জানার ভান করে। কিন্তু জগদ্ধাত্রীর চাপের মুখে বাঁকা কিছু কথা স্বীকার করে। বাঁকা জানায়, কৌশিকীকে মারার জন্য তাকে একজন লোক দিয়েছিল।

কৌশিকীও জগদ্ধাত্রীকে তার সমস্ত ফাইলের কথা জানায়। সে জানায়, তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা অপরাধীকে ধরতে কাজে লাগতে পারে।

জগদ্ধাত্রী এবং কৌশিকী সিদ্ধান্ত নেন, তারা একসাথে কাজ করে অপরাধীকে ধরবেন। তারা বাঁকার কাছ থেকে অপরাধীর নাম এবং ঠিকানা জানার চেষ্টা করবেন।

কৌশিকী জগদ্ধাত্রীকে তার অফিসের কেবিনে লাগানো সিসিটিভির কথাও বলে। এই সিসিটিভির ফুটেজ দেখে তারা অপরাধীর চেহারা দেখেতে পারবেন।

কাকন কি পারবে কৌশিকির কথামতো ফাইল নিতে? এবং জগদ্ধাত্রী এবং কৌশিকী কি পারবেন অপরাধীকে ধরতে? তা জানতে হলে দেখতে হবে আগামী পর্বের জগদ্ধাত্রী।

Related Articles