আলিয়ার সঙ্গে কাজ করতে চাননি বরুণ-সিদ্ধার্থ কেউই, আসল কারণ জানলে অবাক হবেন!

বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত “স্টুডেন্ট অফ দ্য ইয়ার” ছবির মাধ্যমে তারা একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এই ছবির মাধ্যমেই আলিয়া ভাটও বলিউডে অভিষেক করেছিলেন। তবে ক্যারিয়ারের শুরুতেই নাকি বরুণ ও সিদ্ধার্থ আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চাননি। কেন?
কফি উইথ করণ শোতে আলিয়া ভাটকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “স্টুডেন্ট অফ দ্য ইয়ার” ছবির সময় বরুণ ও সিদ্ধার্থ তাকে আগে থেকে চিনতেন না। তারা শুধু করন জোহরকে চিনতেন। আলিয়া তখনও খুবই নতুন ছিলেন এবং বয়সেও তাদের চেয়ে ছোট ছিলেন। তাই তারা হয়তো মনে করেছিলেন যে আলিয়া তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। আলিয়া ভাট আরও বলেন, “বরুণকে দেখে আমার প্রথমে মনে হয়েছিল যে তিনি খুবই দাম্ভিক। কিন্তু আসলে তিনি খুবই ভালো ছেলে। সিদ্ধার্থ সবসময় নিজের মতন থাকতেন।”
বরুণ ধাওয়ানও এক সাক্ষাৎকারে বলেন, “আমরা তখন খুবই নতুন ছিলাম। আমরা ভয় পেয়েছিলাম যে আলিয়া আমাদের সঙ্গে কাজ করতে পারবেন না।” আজ আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এবং তার অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।