বিনোদন
“আর একটা বছর অপেক্ষা করে যাও, তারপর…” কাকে এক বছর অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন সৌমিতৃষা?

সৌমিতৃষা কুণ্ডু মিঠাই’ খ্যাত এই অভিনেত্রী এখন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, ২০২৩ সাল তাঁর কেরিয়ারে এক নতুন মোড় এনেছে। ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। স্কুলজীবনে কড়া শাসনের কারণে তিনি প্রেম করার সুযোগ পাননি।
অভিনেত্রী জানান, তিনি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন। কিন্তু পর্যাপ্ত সময় দিতে না পারার ভয়ে তিনি সেগুলো এড়িয়ে গেছেন।