বিনোদন
আমার কাছে জিম একটা ন্যাকামোর জিনিস! জানালেন সৌমিতৃষা

সৌমিতৃষা কুণ্ডু। সাত বছরের অভিনয় জীবনে তিনি ইতিমধ্যেই পেয়েছেন জনপ্রিয়তা। তবে তার সবচেয়ে বড় সাফল্য এসেছে মিঠাই ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে তিনি মিঠাই চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন।
মিঠাই চরিত্রের মাধ্যমে সৌমিতৃষা যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের কাছের একজন। তিনি নিজেও বলছেন, এখন তিনি প্রতিটা সাধারণের বাড়ির মেয়ে।
সম্প্রতি সৌমিতৃষা বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন। তার অভিনীত ছবি “প্রধান” বেশ ব্যবসাসফল হয়। তার হাতে এখন একগুচ্ছ কাজের প্রস্তাব রয়েছে। তবে কোনওটাই এখনও চূড়ান্ত হয়নি।
সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই তিনি নানা ছবি পোস্ট করেন। তার ভক্তরা তার ছবি দেখে মুগ্ধ হন।