আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে, সবার থেকে সত্যি লুকিয়ে যেভাবে লড়াই লড়লেন শর্মিলা ঠাকুর!

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ক্যানসার থেকে সেরে উঠেছেন। সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এ সইফ আলি খানের সঙ্গে কফি-আড্ডায় এসে তিনি এই খবর নিশ্চিত করেছেন।
কর্ণ জোহর জানান, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির জন্য তিনি প্রথমে শর্মিলার কাছেই যামিনী চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্যানসারের কারণে শর্মিলা তখন ছবিতে অভিনয় করতে রাজি হননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন শাবানা আজ়মি।
কর্ণের কথার রেশ ধরে শর্মিলা বলেন, “কোভিডের সময় ছিল ওটা। তখনও ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি। ক্যানসার নিয়ে আমার যা অভিজ্ঞতা, তার পরে চিকিৎসকেরা চাননি যে, আমি ওই ঝুঁকিটা আর নিই।”
শর্মিলা জানান, ক্যানসারের চিকিৎসার পর তিনি বেশ কিছুটা ওজন হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি ভেবেছিলেন, ছবির শুটিং করতে গিয়ে যদি তিনি আরও ওজন হারিয়ে ফেলেন, তাহলে সেটা তাঁর জন্য ভালো হবে না।