বিনোদন

অ্যানিম্যাল-এর সাফল্যের পর IMDB-তে সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রী তৃপ্তি ডিমরি!

 

বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দনা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’-এর মাধ্যমে বক্স অফিসে সাফল্য পেয়েছেন। ছবিটি ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি ছুঁইছুঁই আয় করেছে। তবে সেই সাফল্য সত্ত্বেও ‘জাতীয় ক্রাশ’-এর তকমা হারিয়েছেন তিনি। এই তকমা চলে গেছে ‘অ্যানিম্যাল’-এরই অন্য এক অভিনেত্রী তৃপ্তি ডিমরির হাতে।

রশ্মিকা তার মিষ্টি হাসির জন্য ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, তৃপ্তি ডিমরি এখনই নেটদুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত অভিনেত্রী। এমনকি, সুহানা খান, খুশি কপূরের মতো তারকা সন্তানকেও পিছনে ফেলে তিনি এই স্থানে পৌঁছেছেন।

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রশ্মিকা। ছবিতে রণবীরের সঙ্গে তৃপ্তির জুটি নিয়ে বেশি আলোচনা হয়েছে। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিকে। মাত্র কয়েক মিনিটের জন্যই পর্দায় দেখা গিয়েছে তাঁকে। তবে সেই কয়েক মিনিটেই নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন পর্দার ‘বুলবুল’। রণবীরের সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের।

Related Articles