বিনোদন

অন্তত আগামী সাত-আট বছর সিঙ্গেল থাকতে চাই! জানালেন সৌমিতৃষা

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায় পা রাখছেন। সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘প্রধান’। ক্রিসমাসেই ছবিটি মুক্তি পাবে।

সৌমিতৃষা আপাতত সিঙ্গল। তবে প্রেম করতে চান তিনি। তবে তাঁর প্রেমটা ‘ওল্ড স্কুল’ টাইপের হবে। হুট করে কারও সঙ্গে ডেটে যাবেন না তিনি। আগে ভালো করে বুঝে নেবেন।

সৌমিতৃষা বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না। তারপর বিয়ের কথা ভাবি।”
ডাক্তার পাত্র চান সৌমিতৃষা। তাঁর কথায়, “ডাক্তাররা বেশ কেয়ারিং হয়। রান্না করে খাওয়ায়। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গা আসে এক ডাক্তার কাকু।”

তবে আপাতত প্রেম বা বিয়ের সময় নেই সৌমিতৃষার। কেরিয়ার গড়তে ব্যস্ত তিনি। তাই যে তাঁর গলায় মালা দিতে চান তাঁকে অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে।

Related Articles