বিনোদন
অনেক হয়েছে ষড়যন্ত্র আর নয়! সব জারিজুরি ফাঁস করে দিল জগদ্ধাত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নতুন মোড়। দেবো চড়ুইভাতের নাম করে আবারো ষড়যন্ত্র করছে। জগদ্ধাত্রী এবং কৌশিকীকে লক্ষ্য করে তার এই ষড়যন্ত্র।
মুখার্জি পরিবার ঘুরতে গিয়েছিল। সেখানে হঠাৎ করেই জগদ্ধাত্রীর ওপর হামলা হয়। কৌশিকী দেখে যে জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে। সে জগদ্ধাত্রীকে বাঁচাতে এগিয়ে যায়।
উৎসবের মা বৈদেহি মেহেন্দিকে বলে যে মেহেন্দির অনেক দিনের ইচ্ছা কৌশিকীর চেয়ারে বসতে। তাই উৎসব এবং মেহেন্দি যেন এবারে নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করা শুরু করে দেয়।
বৈদেহির কথামতো উৎসব এবং মেহেন্দি কৌশিকীর অফিসে ঢুকতে চায়। কিন্তু স্বয়ম্ভু তাদের আটকে দেয়। সে বলে যে ওই চেয়ারে শুধুমাত্র কৌশিকীর অধিকার। সে নিজের পরিশ্রম দিয়ে এই কোম্পানিটিকে এতদূর নিয়ে এসেছে।