বিনোদন

হসপিটালেই কৌশিকীকে মারার ছক! কী করবে জগদ্ধাত্রী?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গতকালকের পর্বে দেখা গেল জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে কৌশিকী গুলি খেয়েছে। কৌশিকী হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা খুবই সংকটজনক।

জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করেছে আসল দোষীদের কৌশিকির সামনে এনে দাঁড় করাবে। সে কৌশিকির ওপরে হামলার পরিকল্পনা জানতে নার্সের ছদ্মবেশে হাসপাতালে ঢোকে।

জগদ্ধাত্রী দেখে যে কৌশিকির ওপরে নানান রকম ভাবে হামলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সে কৌশিকির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে।

জগদ্ধাত্রীর শ্বশুর জগদ্ধাত্রীর বসকে ফোন করে জানায় যে জগদ্ধাত্রী গুম হয়ে গেছে। জগদ্ধাত্রীর বস জগদ্ধাত্রীকে খুঁজে বের করার জন্য পুলিশের সাহায্য নেয়।

Related Articles