শালিনীর অপমানের কী জবাব দেবে ফুলকি? চোখ রাখুন জি বাংলার পর্দায়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি”-তে এবার রোহিত এবং শালিনী মুখোমুখি হয়েছে।
গত পর্বে দেখা গিয়েছিল যে, ফুলকি তমালের অপমান করার জন্য কথা শোনায়। তমালের স্ত্রীকে কিন্তু তমালের স্ত্রীর সকলের সামনে তমালকে আরো ছোট করে দেয়। সে যারা আগে সে রোহিতের পিছন পিছন ঘুরতো এখন ফুলকি দাসের।
ফুলকি বক্সিং এর ট্রেনিংয়ে ফাঁকি দিচ্ছে বলে রোহিত তার সঙ্গে কথা বলছে না। আর সেটাই ফুলকি বেশ কষ্ট পেয়েছে। বক্সিং ম্যাচে ফুলকি জিতে রোহিতকে দেওয়া কথা রাখে।
বক্সিং ম্যাচে লড়তে গিয়ে ফুলকির বিপদ হয়। তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে হাসপাতালে নিয়ে আসায় ফুলকির বিপদ কিছুটা কমে যায়।
রোহিতকে হাসপাতালে দেখতে আসে শালিনী। সে রোহিতের সাথে কথা বলতে চায়। কিন্তু রোহিত তার সাথে কথা বলতে চায় না।
শালিনী রোহিতের সাথে কথা বলার জন্য ফুলকির সাথে কথা বলে। সে ফুলকিকে বলে যে, সে রোহিতের সাথে কথা বলতে চায়। ফুলকি শালিনীকে বলে যে, সে রোহিতের সাথে কথা বলতে দেবে না। সে শালিনীর সাথে ঝগড়া করে।
রোহিত ঝগড়া শুনে বেরিয়ে আসে। সে শালিনীকে বলে যে, সে তার সাথে কথা বলতে চায় না।