রাজ চক্রবর্তীর পরবর্তী ওয়েব সিরিজে মূল ভূমিকায় দেখা যাবে শুভশ্রী ও আবিরকে!কবে থেকে শুরু হচ্ছে শুটিং?

গত ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে তিনি খুব বেশি বিরতি নিচ্ছেন না। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি শুটিং ফ্লোরে ফিরবেন।
রাজ চক্রবর্তীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে এই সিরিজ নির্মিত হচ্ছে। শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়।
রাজের প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই সিরিজের পর এবার তিনি ‘বাবলি’ নিয়ে আসছেন। শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ও দর্শকদের ভালো লেগেছিল।
‘বাবলি’তে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শুভশ্রী-আবীর। এর আগে ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করার কথা ছিল। তবে শুভশ্রী পরে সেই প্রজেক্ট থেকে সরে যান। তবে এই সিরিজে ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গীত পরিচালনা করবেন।
গর্ভাবস্থায় শুভশ্রী সমান তালে কাজ চালিয়ে গিয়েছেন। মুম্বইয়ে গিয়ে শুটিংও করেছেন। নিজেকে ফিট রাখার জন্য করেছেন শারীরচর্চাও।
এবার শুটিংয়ে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করবেন শুভশ্রী। এই সিরিজ়েও তাঁর চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং।