বিনোদন

মিঠাই ২-এ সুযোগ পেলে অভিনয় করবেন? কী জানালেন সৌমিতৃষা?

 

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মাধ্যমে একরাতেই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পরও তিনি মিঠাই নামেই পরিচিত। কিন্তু এবার তিনি মিঠাই হিসেবে নয়, সৌমিতৃষা কুণ্ডু হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

ইতিমধ্যেই তিনি বড়পর্দায় অভিষেকের জন্য প্রস্তুত। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করবেন তিনি। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘প্রধানী’। ‘প্রধান’ ছবি ছাড়াও সৌমিতৃষার হাতে আরও একটি ছবির কাজ রয়েছে। তবে সেই ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি সৌমিতৃষার ওজন বেড়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। এই খবর শুনে অনেকেই নানান মন্তব্য করেন। তবে সৌমিতৃষা এসব নিয়ে মোটেই ভাবিত নন। তিনি তাঁর শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন।

সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন। লাল রঙের একটি লম্বা ঝুলের জামা পরে রিল দিয়েছেন অভিনেত্রী। বিবরণীতে লিখেছেন, ‘এনজয়িং মাই চাবি ফেস’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘গোলুমোলু হয়ে যাওয়াটাকে উপভোগ করছি।’

সৌমিতৃষার এই মনোভাব প্রশংসার দাবি রাখে। তিনি মনে করেন, একজন নারীর সৌন্দর্য তাঁর ওজনে নির্ভর করে না। একজন নারীকে তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং দক্ষতা দিয়েই মূল্যায়ন করা উচিত। সৌমিতৃষার এই ধারণা অনেক নারীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করা যায়।

Related Articles