বিনোদন
মিঠাই-২-এর প্রস্তাব পেলে কী করবেন সৌমিতৃষা? জানালেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এখন বড়পর্দার মুখ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি ‘প্রধান’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। ছবিটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন সৌমিতৃষা।
সোমবার হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলার সময় সৌমিতৃষা জানান, ‘প্রধান’-এর শ্যুটিং শেষের পথে। আর মাত্র দুদিন শ্যুটিং বাকি। ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
‘প্রধান’-এর পাশাপাশি সৌমিতৃষার হাতে আরও একটি ছবির কাজ রয়েছে। তবে সেটি এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী।
সৌমিতৃষা জানান, পুজোয় তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি দীপাবলিতেও বাইরে বেড়াতে যেতে পারবেন না। তবে ডিসেম্বরের দিকে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।