বিয়ের পর কেটে গেছে দুই সপ্তাহ, যাবতীয় ট্রোলিং এবং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পরমব্রত!

গত ২৭শে নভেম্বর অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরমব্রত বলেন, বিয়ের পর তাঁর জীবনে অনেক কিছু বদলে গেছে। একদিকে যেমন শুভকামনা ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা পাচ্ছেন, অন্যদিকে সমালোচনা ও ট্রোলিংয়ের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, “একদিকে শুভেচ্ছা, অন্যদিকে ট্রোলিংয়ের মধ্যে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। তবে সবকিছুকেই স্পোর্টিংলি নিয়ে নিচ্ছি।”
পরমব্রত বলেন, বিয়ের পর তিনি কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন। সম্প্রতি ডাবিং শেষ করে ফিরেছেন। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন তিনি করতে পারেননি। তবে ক্লোজিং সেরেমনিতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
পরমব্রত ও পিয়া দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিয়ের পর থেকেই তাঁদের ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। বিশেষ করে পিয়া চক্রবর্তীর আগের স্বামী অনুপম রায়কে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।