বিগ-বসের ঘরে স্বামীর গায়ে হাত তুললেন অঙ্কিতা! কী প্রতিক্রিয়া দিলেন ভিকি?

বিগ বস্-এর ঘরে অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকির গায়ে হাত তোলার ঘটনায় তোলপাড় চলছে। জাতীয় টেলিভিশনে কোটি কোটি দর্শকের সামনে এমন ঘটনা ঘটার পর অঙ্কিতা স্তম্ভিত। স্বামীর এমন ব্যবহারে হতবাক তিনি।
ঘটনাটি ঘটেছিল গতকাল। অঙ্কিতা এবং ভিকি খাবারের বিষয়ে কথা কাটাকাটি করছিলেন। সেই সময় ভিকির মেজাজ হারিয়ে গিয়েছিল। তিনি অঙ্কিতার গায়ে হাত তোলার চেষ্টা করেন। অঙ্কিতা মুখ ঘুরিয়ে নেন। অভিষেক কুমার ঘটনাটি দেখে চিৎকার করে ওঠেন। তিনি বলেন, “দেখুন, অঙ্কিতার স্বামী তাঁর গায়ে হাত তুলেছেন।”
ঘটনার পর সারা ঘরে স্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর ভিকির মাথা ঠান্ডা হয়। তিনি অভিষেকের সঙ্গে বসে কথা বলেন। তিনি বলেন, “আমার তখন মাথা গরম ছিল। তাই গায়ে থাকা কম্বলটা জোরে টানতে গিয়েছিলাম। এত বড় মিথ্যে প্রচার কোরো না।”
অঙ্কিতা লোখান্ডের স্বামীর এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। অনেকে বলছেন, ভিকির এমন আচরণ মেনে নেওয়া যায় না। আবার কেউ কেউ বলছেন, এটি একটি গেম এবং ভিকি হয়তো অভিনয় করছিলেন।