বাংলায় তৈরি হতে চলেছে ঝিন্দের বন্দী রিমেক! মূল ভূমিকায় থাকবেন যিশু-অনির্বাণ

১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত ‘ঝিন্দের বন্দী’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ছবি। উত্তমকুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের নৈপুণ্যে ছবিটি আজও দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ছবির রিমেক তৈরির খবর আগেই শোনা গিয়েছিল। এবার জানা গেছে, এই ছবির মুখ্য দুই অভিনেতা চূড়ান্ত করে ফেলেছেন নির্মাতারা।
সূত্রের খবর, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। যিশু সেনগুপ্ত এর আগেও অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যও একজন প্রতিভাবান অভিনেতা। তিনি ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’, ‘এক যে ছিল রাজা’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
ছবির চিত্রনাট্য লিখছেন অরিজিৎ বিশ্বাস। তিনি বলিউডে ‘অন্ধাধুন’ ছবিটির চিত্রনাট্য লিখে প্রচারের আলোয় এসেছিলেন। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি মূল ছবিতে অভিনয় করেছিলেন উত্তমকুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন উত্তমকুমার। রাজা শঙ্কর সিংহের অন্তর্ধান নিয়ে ঘনিয়ে ওঠে রহস্য। তার পর আসল রাজার স্থানে আসে নকল রাজা গৌরী শঙ্কর। এই দুই চরিত্রেই ছিলেন মহানায়ক। অন্য দিকে ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করেন সৌমিত্র।
অরিন্দমের ছবিতে যিশু এবং অনির্বাণের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। ছবির কাস্টিং এবং চিত্রনাট্য নিয়ে আপাতত চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ছবিটি আগামী বছরের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।