বাংলাদেশে সেন্সর বোর্ডের কড়া নজরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, কাটা হল ২৭ মিনিটের দৃশ্য

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’ ভারতে বক্স অফিসে বাজিমাত করলেও, বাংলাদেশের সেন্সর বোর্ডের কড়া নজরে পড়েছে এই ছবি। জানা গিয়েছে, ওপার বাংলায় ছবিটা মুক্তির জন্য, পরিচালকের তত্ত্বাবধানে ছবি থেকে বাদ গেল ২৭ মিনিটের দৃশ্য।
বাংলাদেশে ‘অ্যানিম্যাল’-এর যে সংস্করণ মুক্তি পেয়েছে, তার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫৬ মিনিট। সূত্র বলছে, বেশিরভাগ অ্যাকশন দৃশ্যই বাদ পড়েছে এই ছবি থেকে। এই দৃশ্যগুলিতে প্রচুর মারপিট ও রক্তপাতের দৃশ্য ছিল। সেন্সর বোর্ড মনে করেছে, এই দৃশ্যগুলি বাংলাদেশের দর্শকদের জন্য উপযুক্ত নয়।
অন্যদিকে, ভারতে ‘অ্যানিম্যাল’-এর মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলেছে। ১৭ দিনে এই ছবি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। হিন্দি বলয়ের পাশাপাশি তেলুগু ভাষাতেও ‘অ্যানিম্যাল’-এর ঝকঝকে মার্কশিট। দেশে ৫১২.৮৪ কোটি টাকা আয় করে নিজের ফিল্মি কেরিয়ারে নতুন রেকর্ড গড়েছেন রণবীর কাপুর।