বাংলাদেশে তার প্রিয় অভিনেতা কে? জানালেন স্বস্তিকা

বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ঢাকায় গিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে গিয়েই ওপার বাংলার তিন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
স্বস্তিকা জানান, তিনি বরাবরই বাংলাদেশের চলচ্চিত্রের ভক্ত। ২০০৮ সালে ‘কাঁটাতারের ও পারের ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ওপার বাংলায় পা রেখেছিলেন। এরপর ‘সবার উপরে তুমি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
তবে এরপর আর বাংলাদেশের কোনও ছবিতে কাজ করেননি স্বস্তিকা। তবে এবার তিনি আবারও বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন। ‘ওয়ান ইলেভন’ নামে একটি ছবিতে আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করবেন তিনি। এ বছরের মে মাসে বাংলাদেশে শুরু হবে সেই ছবির শুটিং।
ঢাকায় পৌঁছে স্বস্তিকা জানান, তিনি মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর অভিনয়ের ভক্ত। তবে আফরান নিশোর অভিনয় তার সবচেয়ে বেশি পছন্দ। তিনি জানান, ‘সুড়ঙ্গ’, ‘সিন্ডিকেট’, ‘কাইজার’-সহ আফরান অভিনীত সব ছবি তিনি দেখেছেন। আফরানের অভিনয়ের প্রশংসা করে স্বস্তিকা বলেন, ‘আফরানের অভিনয় এতটাই অসাধারণ যে, আমি বিমানবন্দর থেকে আসার সময় রাস্তায় তার বিজ্ঞাপনী হোর্ডিং দেখে গাড়ির মধ্যেই লাফিয়ে উঠেছিলাম।’