বিনোদন

ফুলকির বিরুদ্ধে নতুন চক্রান্ত করল রুদ্ররূপ! তবে এবার আর রুদ্ররূপকে ছাড়বে না ফুলকি

 

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়াল ‘ফুলকি’র জনপ্রিয়তা তুঙ্গে। গত সপ্তাহে এই সিরিয়ালটি টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল। এই সিরিয়ালের প্রধান চরিত্র ফুলকি একজন মেধাবী ক্রিকেটার। তার প্রথম ম্যাচ খেলার কথা ছিল। এই ম্যাচের আগে ফুলকির স্বামী রুদ্র তার কোচের ভূমিকায় অবতীর্ণ হন। এই ঘটনায় সকলেই অবাক হয়ে যান।

ম্যাচে ফুলকি হেরে যায়। কিন্তু এই ম্যাচেও ফুলকির ক্রিকেট দক্ষতা সকলের নজর কাড়ে। ম্যাচের পর একটি অনুষ্ঠানে তমাল নামে একজন ফুলকিকে অপমান করে। তমালের স্ত্রী এই ঘটনার প্রতিবাদ করেন। কিন্তু রুদ্র তমালের স্ত্রীকেও অপমান করেন। তিনি বলেন, তমাল আগে রোহিতের পিছনে পিছনে ঘুরতো। এখন সে ফুলকির পিছনে ঘুরছে।

রুদ্রের এই কথায় তমালের স্ত্রী হতবাক হয়ে যান। তিনি রুদ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। রুদ্রের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

এই ঘটনায় ফুলকির ভক্তরা রুদ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, রুদ্র ফুলকির ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে।

Related Articles