বিনোদন

ফুলকির আসল পরিচয় জানতে পেরে গেল রোহিত!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-তে রোমাঞ্চকর ঘটনার মোড় ঘুরেছে। গতকালের পর্বে দেখা যায়, রোহিত এবং ফুলকি এক বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়ে। রোহিতের পরিবার তাদের উদ্ধার করে। এরপর রোহিতের পরিবার জানতে চায়, রোহিত কেন ভাঙা বাড়িতে গিয়েছিল।

রোহিত সত্যিটা বলতে চায় কিন্তু ফুলকি নিজের উপর দোষ চাপিয়ে নেয়। ফুলকি রান্না করছিল, কিন্তু তার ব্লাউজে চুল আটকে যায়। সে বারবার বাড়ির মেয়েদের ডাকাডাকি করে, কিন্তু তখন রোহিত এসে ফুলকিকে সাহায্য করে।

পরের দিন রোহিত ফুলকিকে নিয়ে লাইব্রেরীতে যায়। সেখানে ফুলকিকে বই তোলার নাম করে গ্রন্থাগারিককে ব্যস্ত রাখতে বলে। রোহিত তখন দেখতে পায়, ফুলকি আসলে একজন গুন্ডার মেয়ে!

এই ঘটনার পর রোহিতের মনে ফুলকিকে নিয়ে অনেক প্রশ্ন জাগে। ফুলকির আসল পরিচয় কী? সে কেন গুন্ডাদের সাথে জড়িত? রোহিত কি ফুলকিকে বিশ্বাস করতে পারবে?

Related Articles