বিনোদন

প্রেমিকার সঙ্গে পালিয়ে বিয়ে করলেন ভুবন বাদ্যকর? শুনুন তার নতুন গান!

 

গত বছরের শেষ দিনে মুক্তি পেল ভুবন বাদ্যকরের নতুন গান ‘হ্যাপি নিউ ইয়ার’। সেই গানেই ভুবনবাদ্যকরের কাঁচা বাদামের নেশায় মত্ত হলেন এক সুন্দরী। আর নেশায় এমনই মাতাল হলেন, যে সোজা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা। ভুবনবাদ্যকরের গলায় মালা দিয়ে নতুন বছর এবং নতুন জীবন শুরুর প্ল্যানিং শুরু করে দিলেন ‘বাদাম কাকুর গার্লফ্রেন্ড’।

 

গানের প্রথমাংশের কথাগুলো হল:

> কাঁচা বাদাম, কাঁচা বাদাম,
> আমি নাইয়া, বাদাম বিক্রেতা।
> কাঁচা বাদাম, কাঁচা বাদাম,
> আমার গান শুনে প্রেমে পড়েছি তুমি।

গানের দ্বিতীয়াংশে প্রেমিকা বলেন:

> কাঁচা বাদাম, কাঁচা বাদাম,
> তোমার গান শুনে আমি পাগল হয়ে গেছি।
> তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করব,
> নতুন বছরে নতুন জীবন শুরু করব।

গানের শেষে ভুবন বাদ্যকর বলেন:

> কাঁচা বাদাম, কাঁচা বাদাম,
> তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করব,
> এই নতুন বছরের শুভেচ্ছা।

গানটি ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। ফেসবুকে এই গানের ভিউ ১০ হাজার ছাড়িয়েছে। ইউটিউবেও ঝড়ের বেগে বাড়ছে এই গানের ভিউ। গানের নিচে মন্তব্য বক্সে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন। নেটিজেনদের আশা, নতুন গানে হয়তো নতুন ভাবে জীবনের ছন্দ খুঁজে পাবেন ভাইরাল ভুবন বাদ্যকর।

Related Articles