প্যালেস্টাইনকে সমর্থন করলেন শাহরুখ? ডাংকির গান ঘিরে বিতর্ক তুঙ্গে!

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’র মুক্তির অপেক্ষায় দিন গুনছে তার ভক্তরা। ছবির ট্রেলার এবং গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে, ছবি মুক্তির আগেই নেটদুনিয়ায় একটি নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ‘ডাঙ্কি’ ছবিতে প্যালেস্টাইনের সমর্থন জানানো হয়েছে।
জল্পনার সূত্রপাত হয়েছিল ছবির একটি পোস্টারকে কেন্দ্র করে। পোস্টারে শাহরুখ খান এবং তাপসি পান্নু ছাড়াও আরও অনেক মানুষের ছবি রয়েছে। পোস্টারের পিছনে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এর মধ্যে একটি সবুজ-কালো-লাল-সাদা পতাকা রয়েছে। এই পতাকাটি দেখতে প্যালেস্টাইনের জাতীয় পতাকাটির মতো হওয়ায় অনেকে মনে করেন যে, শাহরুখ এবং তার দল প্যালেস্টাইনের সমর্থন জানাচ্ছেন।
তবে, এই জল্পনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে জানা যায়, যে পতাকাটিকে প্যালেস্টাইনের পতাকা বলে মনে করা হচ্ছিল তা আসলে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকা। দুই দেশের পতাকার রঙের মিল থাকায় অনেকে ভুল করেছিলেন।
সিনে বিশেষজ্ঞদের মতে, ‘ডাঙ্কি’ ছবিতে অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। তাই ছবিতে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে। প্যালেস্টাইনের পতাকা না থাকায় সিনেদুনিয়ার অনেকেই মনে করছেন যে, ছবিতে প্যালেস্টাইনের সমর্থন জানানো হয়নি।
২১ ডিসেম্বর ‘ডাঙ্কি’ ছবিটি মুক্তি পাবে। তখনই জানা যাবে যে, ছবিতে প্যালেস্টাইনের সমর্থন জানানো হয়েছে কিনা।