বিনোদন

পর্ণা ও সৃজনের সংসার ভেস্তে দেওয়ার জন্য কী প্ল্যান বানালো ইশা?

 

জমে উঠেছে সিআরপি তালিকা সেরা সেরা হওয়ার লড়াইয়ে। গত সপ্তাহের মতন এইসব তাতেও ম্যাজিক দেখালো জগদ্ধাত্রী ধারাবাহিক। জোরদার টক্কর চলছে জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়াতে। গত সপ্তাহতে সেরা শিরোপা মাথায় উঠেছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের।

কিন্তু ইদানিং টিআরপির তালিকায় বেশ বদল দেখা গিয়েছে নিম ফুলের মধু ধারাবাহিক প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে। পর্নার সাহসিকতাকে দর্শন করা বেশ পছন্দ করছে। তাই সেটাই টিআরপির তালিকাতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।

পড়না রুচি ও তার দেওরের মিল করানোর জন্য সমস্ত রকম প্ল্যানিং করছিল কিন্তু বড় বউ আর ইশা সেই প্লানিং কি করে ভেস্তে দেওয়া যায় তার জন্য ফন্দি আটছে।

Related Articles