দৌড়ে এসে সালমান খানকে চুমু খেলো তার ভক্ত! হকচকিয়ে গেলেন ভাইজান

বলিউডের দাবাং স্টার সলমন খান। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সারা বিশ্বে তার অগণিত ভক্ত রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সলমনের ভক্তের চুমুতে হকচকিয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছিল প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে সলমন ছাড়াও অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চনসহ বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সলমন গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখনই এক ভক্ত তার কাছে এসে চুমু খায়। এই ঘটনায় সলমন কিছুটা বিব্রত বোধ করেন। কিন্তু তিনি ভক্তের প্রতি রেগে যাননি। শান্তভাবে তাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে যান।
অন্যদিকে, এই অনুষ্ঠানে অভিষেক বচ্চনের একটি কাণ্ডও নজর কেড়েছে। একসময় অভিষেকের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সলমনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক খুবই তিক্তভাবে শেষ হয়। সেই সলমনকেই এই অনুষ্ঠানে দেখা মাত্র জড়িয়ে ধরেন অভিষেক। এই দৃশ্য দেখে অনেকেই মনে করেছেন যে, অভিষেক খাল কেটে কুমির ডাকছেন।
এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন যে, অভিষেক ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চান। তাই তিনি সলমনকে কাছে টেনে আনতে চেয়েছেন। আবার অনেকেই মনে করছেন যে, অভিষেক এটি ইচ্ছাকৃতভাবে করেছেন। তিনি চান যে, এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ুক। তাহলে মানুষ বুঝতে পারবে যে, ঐশ্বর্যর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই।