তুমি জানো না…! সোশ্যাল মিডিয়ায় নাম না করে কাকে হুমকি দিলেন সৌমিতৃষা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের মাধ্যমে বাংলা টেলিভিশনের দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিষ্টি মেয়ের ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাফল্যের সাথে সাথেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ তাঁকে অহংকারী বলেও সমালোচনা করেন।
সৌমিতৃষা কুণ্ডু তাঁর সহ অভিনেত্রী তন্বী লাহা রায়কে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছেন বলে শোনা যায়। এমনকি তাঁর সহ অভিনেতা দেবকেও ব্লক করার খবর রয়েছে। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।
সৌমিতৃষা কুণ্ডু নিজেও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “আমি ব্লক করার মানুষ নই। কিন্তু যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে আমি তাকে ব্লক করে দিতে পারি।”
সৌমিতৃষা কুণ্ডুর এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন যে, তিনি তাঁর সহ অভিনেত্রী তন্বী লাহা রায়কে ব্লক করেছেন। তবে তন্বী লাহা রায় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।