তার ওপর সমূহ বিপদ, স্বয়ম্ভুর সাবধান করা সত্ত্বেও কথা শুনতে নারাজ জ্যাস!

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।
কৌশিকী কে মেনন ফোন করে জানালো সে যদি কুড়ি কোটি কোটি টাকা দেয় তাহলে তার মেয়েকে ছেড়ে দেবে। পুলিশকে যদি জানাই সে তাহলে তার মেয়েকে বিদেশে পাচার করে দেবে। কৌশিকী জানালো সে তার মেয়ের জন্য সবকিছু করতে পারে কুড়ি কোটি টাকা তো কিছুই না।
কৌশিকী জানতে পেরে গিয়েছে তার মেয়ে ভালো নেই তাই সে যে করে হোক তার মেয়েকে উদ্ধার করে আনবে। অন্যদিকে আবার জগদ্ধাত্রী তার টিমকে কৌশিকীর উপরে নজর রাখতে বলল এর কারণ কৌশিকী অফিসে গিয়ে মোটা অংকের টাকা তোলে তার মেয়েকে ছাড়ি আনার চেষ্টা করবে বলে।
মুখার্জি পরিবারের জামাই দেবুকে জগদ্ধাত্রী বুঝিয়ে দিচ্ছে সে আসলে কি ভুল করলে দোষীদের চাপকে শায়েস্তা করতে পারে দেবুদা উপন্যাসের গোয়েন্দাদের কথা শুনেছে কিন্তু জগদ্ধাত্রীরা হল ওয়েল টেন্ড। দেব তার স্ত্রী প্রীতিকে জানায় কৌশিকী ও জগদ্ধাত্রী খুব বার বেড়েছে তাই তাদেরকে শায়েস্তা করার জন্য সে একটা নতুন গেম প্ল্যান করেছে। কিন্তু প্রীতি জানায় একটা শিশুকে নিয়ে সে কেন এমন করছে।