বিনোদন
টলিউডের থেকে কি বলিউডেই কাজ করতে বেশি স্বচ্ছন্দ প্রসেনজিৎ? ঘন ঘন মুম্বাই ভ্রমণ ঘিরে জল্পনা তুঙ্গে!

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ২০২৩ সাল বেশ সফল ছিল। ‘দশম অবতার’, ‘কাবেরী অন্তর্ধান’, এবং ‘শেষ পাতা’ ছবিগুলো সমালোচক ও দর্শক উভয়ের দলেই প্রশংসিত হয়েছে।
এবার ২০২৪ সালে প্রসেনজিতের পরিকল্পনা কী?
ডাক্তার কাকু: সুজিত মন্ডল পরিচালিত।সাজঘর: তানিয়া চট্টোপাধ্যায় পরিচালিত।দেবী চৌধুরানী: শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে অভিনীত।
জুবিলি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করতে পারেন।
প্রয়াত পরিচালক প্রদীপ সরকারের চিত্রনাট্যে কঙ্গনা রানাউতকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক পরিচালনা করতে পারেন।সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয় করতে পারেন।