বিনোদন

ঝিন্দের বন্দী-র রিমেকে যিশু-অনির্বাণ, কবে নাগাদ মুক্তি পেতে পারে সেই ছবি?

 

১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত কালজয়ী ছবি ‘ঝিন্দের বন্দী’-র রিমেক তৈরির প্রস্তুতি চলছে। এই ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ বিশ্বাস। তিনি বলিউডে ‘অন্ধাধুন’ ছবিটির চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে প্রযোজক রানা সরকার ‘ঝিন্দের বন্দী’-র রিমেক তৈরির উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় প্রথমে অঞ্জন দত্ত এবং পরে ছবির পরিচালক হিসাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। যদিও পরে সেই ছবি বাস্তবায়িত হয়নি।

নতুন রিমেকে যিশু সেনগুপ্ত রাজা শঙ্কর সিংহের চরিত্রে এবং অনির্বাণ ভট্টাচার্য ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এই দুই চরিত্রে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তাই নতুন রিমেকে এই দুই চরিত্রে অভিনয়ের জন্য যিশু এবং অনির্বাণের উপর অনেকটাই দায়িত্ব থাকবে।

শোনা যাচ্ছে, এই ছবিটি আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে। এই ধরনের পিরিয়ড ড্রামার বাজেট অনেকটাই বেশি। তাই প্রযোজনা সংস্থার জন্য এই ছবিটি একটি বড় চ্যালেঞ্জ। তবে, যিশু এবং অনির্বাণের অভিনয় এবং অরিন্দম শীলের পরিচালনায় এই ছবিটি দর্শকদের মন জয় করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

Related Articles