বিনোদন

জ্যাসকে বাড়ি ছেড়ে যেতে বলল মেহেন্দি!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গতকালকের পর্বে দেখা গেল দেবো আবারও ষড়যন্ত্র করছে। তার ষড়যন্ত্রের মূল টার্গেট জগদ্ধাত্রী এবং কৌশিকী। মুখার্জি পরিবার যেখানে ঘুরতে গিয়েছে সেখানে হঠাৎ করেই জগদ্ধাত্রীর ওপর কয়েকজন চড়াও হয়। কৌশিকি দেখতে পায় জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে।

এদিকে উৎসবের মা বৈদেহি উৎসবকে জানায় মেহেন্দির অনেক দিনের ইচ্ছা সে কৌশিকীর চেয়ারে বসবে। তাই উৎসব আর মেহেন্দি যেন এবারে তাদের নিজেদের সমস্ত কাজ ভালোভাবে করা শুরু করে দেয়।

মায়ের কথামতন উৎসব ও মেহেন্দি কৌশিকীর অফিসে ঢুকতে চাইলে তাদের আটকালো স্বয়ম্ভু। সে জানায় ওই চেয়ারে শুধুমাত্র তার বরদি অর্থাৎ কৌশিক এর অধিকার। সে নিজের পরিশ্রম দিয়ে এই কোম্পানিটিকে তুলে এতদূর নিয়ে এসেছে।

এই ঘটনার পর স্বয়ম্ভুর পরিবার তাকে মুখার্জি পরিবার ছেড়ে যেতে বলে। তারা মনে করে স্বয়ম্ভু মুখার্জি পরিবারের ক্ষতি করছে। স্বয়ম্ভু প্রথমে রাজি হয় না। কিন্তু পরে তার পরিবারের কথায় সে রাজি হয়।

Related Articles