চেন্নাইয়ের মানুষদের ছেড়ে এখন আসতে পারবো না! মমতাকে চিঠি লিখে নিজের অনুপস্থিতির কথা জানালেন কমল হাসান

কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের হতাশ করলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে অভিনেতা জানিয়েছেন, চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির কারণে তিনি কলকাতায় আসতে পারছেন না।
চিঠিতে কমল হাসন লিখেছেন, “আজ আমার চেন্নাইয়ের বাড়িতে বসে আপনাকে লিখছি। আমি জানতে পেরেছি যে আপনি কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। আমি সেখানে উপস্থিত থাকতে পারব না বলে অত্যন্ত দুঃখিত।
“আমার জন্মভূমি চেন্নাই বর্তমানে মিগজাউম ঘূর্ণিঝড়ের কারণে বন্যার কবলে পড়েছে। আমার পরিবার এবং বন্ধুবান্ধবরা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে আমার কর্তব্য হল তাদের পাশে থাকা।
“আমি খুব শীঘ্রই আপনাকে ব্যক্তিগতভাবে দেখার জন্য কলকাতায় আসব। ততক্ষণ পর্যন্ত কলকাতা চলচ্চিত্র উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি।”
গত ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন কমল হাসন। মমতার সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও কারও অজানা নয়। তাই তাঁর অনুপস্থিতি দর্শকদের কাছে হতাশাজনক ছিল।