গুরুতর অসুস্থ তনুজা, ভর্তি করানো হলো আইসিইউ-তে

বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে তাঁকে মুম্বইয়ের জুহু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে রাখা হয়েছে ৮০ বছর বয়সি তনুজাকে।
মুম্বইয়ের জুহু হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। চিন্তার কিছু নেই, এখন ভাল আছেন অভিনেত্রী।
তনুজার পুরো নাম তনুজা সমর্থ। তাঁর মা শোভনা সমর্থও ছিলেন একজন অভিনেত্রী। তনুজা ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করেন। উত্তম কুমার, রাজেশ খান্না, দেব আনন্দ, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তনুজা ‘বাহারে ফির ভি আয়েঙ্গি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরে জীবন সাথী’র মতো ছবিতেও অভিনয় করেছেন। ১৯৬৭ সালে ছবি ‘জুয়েল থিফ’-এর জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ১৯৬৯ সালে ‘প্যায়সা ইয়া পেয়ার’ ছবির জন্য ফিল্মফেয়ার পান।
তনুজার অসুস্থতার খবর শুনে বলিউডের তারকারা দুঃখ প্রকাশ করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।