কে গোপনে সাহায্য করে যাচ্ছে জগদ্ধাত্রীকে? বুঝতে পারছে না জ্যাস নিজেও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নতুন পর্বে দেখা গেল, জগদ্ধাত্রী এখন গা ঢাকা দিয়ে রয়েছে। কেউ জানে না যে সে বেঁচে আছে। তবুও সে কৌশিক ওপর হামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত করতে গিয়েই এবারে উঠে এলো উৎসবের নাম।
কৌশিকীকে যারা গুলি করেছে তাদেরকে ধরতে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে রাজনাথ আবার নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। কিন্তু কৌশিকী রহস্যের কিনারা করতে এগিয়ে এলো কৌশিকীর এক পুরনো সহকর্মী।
কৌশিকী হঠাৎ করি হাসপাতাল থেকে গায়েব হয়ে গিয়েছে। জগদ্ধাত্রী তাকে সরিয়ে রেখেছে যাতে তার ওপর কেউ কোনোভাবে আক্রমণ না করতে পারে। কিন্তু সেই খবর পাওয়ার জন্যই জগদ্ধাত্রী পিছনে ধাওয়া করেছে রাজনাথ। আর সেটাই লুকিয়ে জগদ্ধাত্রীকে জানালো মেনান।
মিনান জগদ্ধাত্রীর সবচেয়ে কাছের বন্ধু। সে জগদ্ধাত্রীর জন্য সব কিছু করতে রাজি। তাই সে জগদ্ধাত্রীকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করছে। সে জগদ্ধাত্রীকে সব খবর জানাচ্ছে। রাজনাথের ধাওয়া থেকেও সে জগদ্ধাত্রীকে বাঁচাচ্ছে।
জগদ্ধাত্রীর জন্য মেনানের এই সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। মেনানের সাহায্যে জগদ্ধাত্রী কৌশিক ওপর হামলার রহস্য ভেদ করতে পারবে বলে মনে করা হচ্ছে।