এবার সুখবর দিয়েই দিলেন অনুষ্কা! কবে তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি?

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ঘরে কি আবারও নতুন অতিথি আসতে চলেছে? সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে।বিশ্বকাপ চলাকালীনই অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকেই অনুষ্কার গর্ভাবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
অনুষ্কা সম্প্রতি একটি প্রেগনেন্সি টেস্ট কিটের বিজ্ঞাপনে কাজ করেছেন। সেই বিজ্ঞাপনে তিনি বলেছেন, “যখন সুখবর দেওয়ার পালা আসে, লক্ষ লক্ষ মহিলারা ভারতের এই নম্বর ১ প্রেগনেন্সি ডিটেনশন কিটের উপর ভরসা রাখেন। এতে স্ত্রীরোগ বিশেষজ্ঞদেরও ভরসা রয়েছে। পাঁচ মিনিটেই পেয়ে যান ৯৯% শতাংশ নির্ভুল খবর, তাও আবার যেকোনও সময়, যেকোনও জায়গায়।”
এই বিজ্ঞাপন দেখে অনেকেই মনে করছেন, অনুষ্কা হয়তো নিজেই এই কিট ব্যবহার করেছিলেন। আর সেই কারণেই তিনি এই বিজ্ঞাপনে কাজ করেছেন।
অন্যদিকে, অনুষ্কা সিনেমার পর্দা থেকে অনেক দিন ধরেই দূরে রয়েছেন। তাঁকে দেখা যায় না কোনো ফিল্মি পার্টিতেও। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো নিজেকে লুকিয়ে রেখেছেন অনুষ্কা।
তবে সমাজ মাধ্যমে অনুষ্কার ফের মা হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, এই বিষয়ে কিন্তু একেবারে মুখে কুলুপ এঁটেছেন বিরাট-অনুষ্কা।
শোনা গিয়েছিল, বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সন্তানের আসার খবর দেবেন বিরুষ্কা। কিন্তু তার প্রায় এক মাস অতিবাহিত। এখনও এমন কোনও ঘটনা ঘটেনি।