বিনোদন

এই প্রথম ওটিটিতে কাজ করছেন, কেমন অভিজ্ঞতা? জানালেন জয়জিৎ

 

‘মেয়েবেলা’ সিরিয়ালের ‘মৌঝর’ জুটি অর্পণ ঘোষাল এবং স্বীকৃতি মজুমদারকে আবারও পর্দায় দেখার সুযোগ মিলছে। আসছে নতুন ওয়েব সিরিজ় ‘রাজা, রাণী ও রোমিও’।

এই সিরিজ়ে অর্পণ এবং স্বীকৃতির পাশাপাশি থাকছেন জয়জিৎ বন্দোপাধ্যায় এবং রাতাশ্রী দত্ত। পরিচালনার দায়িত্বে জয়দীপ বন্দোপাধ্যায়।

সিরিজ়টির গল্প সম্পর্কে জয়জিৎ বললেন, “এটা একটা রোম্যান্টিক থ্রিলার। ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে অভিনয় করছি। কিন্তু এখনও পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে আমার কাজ দেখা যায়নি। এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। জয়দীপদার সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। সিরিজ়টির শুটিং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হয়েছে। চরিত্রটা এখনই খোলসা করব না। দেখে বলতে হবে কেমন হয়েছে।”

Related Articles