উরফির গ্রেফতারির নাটক নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে মুম্বাই পুলিশ!

গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন টেলিভিশন তারকা উরফি জাভেদ। ভিডিওতে দেখা যায়, উরফিকে দুই মহিলা কনস্টেবল পাকড়াও করে নিয়ে যাচ্ছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, আপত্তিকর পোশাক পরার জন্য উরফিকে গ্রেফতার করা হয়েছে।
পরে জানা যায়, উরফি আদৌ গ্রেফতার হননি। তিনি একটি পোশাক সংস্থার সঙ্গে ক্যাম্পেন করছিলেন। সেই ক্যাম্পেনের জন্যই তিনি গ্রেফতারির নাটক করেছিলেন। উরফির এই কর্মকাণ্ডের জন্য মুম্বই পুলিশ কর্তৃপক্ষ কড়া হুঁশিয়ারি দিয়েছে।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, আইন নিয়ে ছেলেখেলা করা যাবে না। উরফির এই কাজ পুলিশের উর্দির অপমান করেছে। এই ঘটনায় উরফির বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ১৭১, ৪১৯, ৫০০ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।